today visitors: 5073432

আবাল্য সন্ন্যাসী পরিব্রাজক শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ’র শুভ ৩৭ তম আবির্ভাব অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসনাতনীদের অন্যতম পবিত্র ধর্মতীর্থ
বৃন্দাবনস্থ কেশীঘাট শ্রীশ্রীরাধামুরারী
মোহন সেবাকুঞ্জের শাখা মন্দির হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উত্তর সাহাপুরস্থ শ্রীশ্রীজগন্নাথ সেবাঙ্গন ও রাধাকৃষ্ণ-গৌর নিত্যানন্দ প্রেম সেবাকুঞ্জ প্রাঙ্গণে গত ৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ রোজ মঙ্গলবার সন্ধ্যা হতে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর,
অনন্তশ্রীবিভূষিত ১০০৮ প্রভুপাদ শ্রীল মুরারী দাস বাবাজী মহারাজের ঐশী কৃপাধন্য চরণাশ্রিত শিষ্য,চট্টগ্রামের রাউজান বিনাজুরী জামুয়াইনস্থ শ্রীশ্রীমাধবানন্দ নারায়ণ আশ্রমের কর্মাধ্যক্ষ,আবাল্য সন্নাসী পরিব্রাজক শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজের ৩৭ আবির্ভাব অনুষ্ঠান।
ভাগবতীয় অনুষ্ঠান মালার মধ্যে ছিল পূজার্চ্চনা,ভোগারতি,দামোদর আরতি,
সন্ধ্যারতি,হরিনাম সংকীর্তন,প্রসাদ আস্বাদন,ভাগবতীয় আলোচনা,
জন্মদিনের কেক কর্তন,৩৭ প্রদীপ প্রজ্জ্বলন,ভক্তিগীতি পরিবেশন ও বিশ্বশান্তি প্রার্থনা। জগন্নাথ সেবাঙ্গনের প্রধান মহান্ত শ্রীল শচীনন্দন দাসানুদাস শ্রীবাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভাগবতীয় আয়োজনে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে সনাতনধর্মতত্ত্ব ও প্রাসঙ্গিক বিষয়ের আলোকে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ
(BNMRSA)’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,নন্দিত চণ্ডী-গীতামৃত পরিবেশক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সেবাঙ্গনের কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *