today visitors: 5073432

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ১

মোঃ মনির মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় আশিকুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিকের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীসহ ঘটনায় জড়িত বাকি দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আজ শুক্রবার দুপুরে তার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গত বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেশীয় অস্ত্র ব্যবহারসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, আশুলিয়ার শিল্পকারখানায় যে অসন্তোষ চলছে, তারই ধারাবাহিকতায় গত বুধবার দি রোজ ড্রেসেস কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং অস্ত্র নিয়ে শোডাউন হয়। এ ঘটনায় আশিকুর রহমান নামে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে আর কারা জড়িত আছে এবং আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করেছে, তাদের নাম ঠিকানা নিয়ে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।