today visitors: 5073432

সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,

শান্ত রহমান(সুজাত) সুনামগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক,পারি,ইউনিসেফ ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। জনস্বাস্থ্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজোলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার,উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা মাহবুবুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকার, বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেট ওয়ার্কের এরিয়া ম্যানেজার মধুসূধন দে, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সিডিও সিক্তা চাম্বু গং প্রমুখ।তথ্য দিয়ে সাথে থাকন মোবাইল নং০১৭১০৭৬৩৬০৯