মেহেদী হাসান মেহের (ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানায় হত্যাসহ ১৫টি মামলার আসামি মনেক ডাকাত ও তার সহযোগী মোঃ সুমনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। মনেক ডাকাত বড়িকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে এবং তার সহযোগী বাড়াইল গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ সুমন (১৮)। গত শুক্রবার ১২-১০ দিবাগত রাত সাড়ে তিনটায় নুরজাহানপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, একটি ছুরি, একটি চোরায় বাইকও ৪ টি মোবাইল ফোন পাওয়া গেছে। ক্যাপ্টেন আসিফুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী কর্মকর্তারা ও এসআই (নিঃ) মোঃ কামাল উদ্দিন, এসআই (নিঃ) মোঃ শামীম ভূইয়া, এসআই (নিঃ) নিজাম উদ্দিনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, মনেক ডাকাতের নামে হত্যা, ডাকাতি, মাদক চুরিসহ বিভিন্ন ধরনের ১৫ টি মামলা রয়েছে। এর আগেও নুরজাহানপুর গ্রাম থেকে নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরতে গেলে মনেক ডাকাত ও তার সহযোগীরা নবীনগর থানা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় । ঐ অভিযানে নবীনগর থানার তৎকালীন এসআই মহিউদ্দিন ও এসআই রনি সুরে রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলো। এবার গত শুক্রবার এদেরকে ধরে পরে শনিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।