today visitors: 5073432

খাগড়াছড়িতে সহিংসতা মামলার পাঁচ আসামী আটক করেছে পুলিশ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া ও পানখাইয়া পাড়া সড়কে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন দোকানের মালামাল ও নগদ অর্থ লুটপাটের ঘটনায় গত বরিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ আসামীকে আটক করেছে খাগড়াছড়ি থানা পুলিশ।

আটককৃত আসামীরা হচ্ছে এপিবিএন এর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান, নূর মোহাম্মদ, শালবন এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন, শাহাজাদা ইমরান চৌধুরী ও কামরুল।

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও এজাহারে নামীয় এবং অজ্ঞাত পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

গতকাল দিবাগত রাতে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত দুই শতাধিক আসামি করে সহিংসতার শিকার কেএসটিসি হাসপাতালের মালিক কল্যানী চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ, গত ১ অক্টোবর সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ক্যাম্পাসে নিজ বসত কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা (৪৯) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় । এর জেরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েকশত দুস্কৃতিকারী সেটলার বাঙালি মহাজন পাড়া ও পানখাইয়া পাড়া সড়কের এলাকায় পাহাড়িদের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও কেএসটিসি হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।