অনেকে স্যোসাল মিডিয়ার বিভিন্ন এ্যাপে আমার কাছে জানতে চাচ্ছে ব্রাজিল ফুটসালে হেক্সা জিতেছে

সুমন দাস ভ্রাম্যমান প্রতিনিধি

, ব্রাজিল ফুটবলের কড়া সমর্থক হিসাবে আ মার কোন প্রতিক্রিয়া নাই কেনো! আমি কেমন সমর্থক? এই সেই দলের সাথে জিতে নাই! চিরশত্রু আর্জেন্টিনাকে হারিয়ে হেক্সা ঘরে তুলেছে! ইত্যাদি ইত্যাদি!

কেমনডা লাগে! বলেন তো!
ব্রাজিল সমর্থকদের এই নাচানাচিতে শরমে আমি জাতিসংঘের মহাসচিব হয়ে গেছি।
কই বিশ্বকাপ, কই ফুটসাল! কই মাঠের সাম্বা ফুটবল, আর কই টিকটক ফুটসাল!

ব্রাজিল সমর্থক তোরা শুন, তোদের নাচানাচি দেখে জাতিসংঘের মহাসচিব হিসাবে কিছু কথা কইতে চাই…….
-‘থামো! ওরা এরকম কালো কাপড় দিয়ে নিজেদের ঢেকে রাখছে কেনো? ওদের কি নিজেদের পোশাক নাই?’

ব্রাজিল সমর্থক ছেলেপুলেদের গালি দিছি দেইক্কা, আর্জেন্টিনা সমর্থকরা-আপনারা বেশি খুশি অইয়েন না!
২০২৬ কিন্তু সামনে? হেক্সা মিশন কমপ্লিট কিন্তু অত্যাসন্ন?