এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
ইউপিডিএফের তিন সদস্য খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় জেএসএস সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে খোঁজ করেছে বলে একটি মহলের প্রচারণাকে স্রেফ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের অন্যতম সংগঠক লালন চাকমা।
আজ সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যে সময় জুম্মোদের মধ্যে ঐক্যের দাবি ও প্রচেষ্টা জোরালো হচ্ছে, তখন তাদের বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচারণাসহ বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে।
তিনি এ বিষয়ে সকল স্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং এ ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দেন।
তিনি বিবৃতিতে বলেন, মহাজনপাড়ার দোকানদার ও বাসিন্দাদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে, তাদের এলাকায় কোন সশস্ত্র ব্যক্তি জেএসএস সদস্যদের খোঁজ করতে যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূর্যশিখা ক্লাবের সামনের এক দোকানদার বলেন, আমি তো সকাল থেকে দোকানে আছি, কই কোন সশস্ত্র লোককে তো আমার বা পাশের কোন দোকানে আসতে দেখিনি। এটা একটা মতলববাজী গুজব হতে পারে।
লালন চাকমা বলেন, আমার মতে দেশে-বিদেশে একত্তর বা ঐক্যের ডাক যেমন জোরালো হয়েছে, তেমনি আমরা জুম্মোরা যাতে একত্তর বা ঐক্য হতে না পারি তার জন্য ষড়যন্ত্রও গভীরতর হচ্ছে। একটি বিশেষ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী তো সব সময় চায় আমরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারি। তারা সব সময় আমাদের ভাগ করে রেখে দাবিয়ে রাখতে চায়।
তার মতে, দীঘিনালা ও রাঙামাটিতে পাহাড়িদের উপর সম্প্রতি যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল তার পেছনের মূল কারণও হলো ঐক্য-বিরোধীদের ষড়যন্ত্র।
সবাই সজাগ থাকলে অপশক্তিগুলোর সকল প্রকার ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।
এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।