today visitors: 5073432

সামান্য অ্যাডভোকেট থেকে অঢেল সম্পদের মালিক শহিদুজ্জামান সরকার

মোস্তফা কামাল চৌধুরী
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

৪৭ নওগাঁ (২) ধামইরহাট- পত্নীতলা আসনের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। ধামইরহাট সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের অপকীর্তি, ভাইলীগ ও সিন্ডিকেটলীগই নিয়ন্ত্রণ করত সব, টাকা আর অবৈধ সম্পদের উৎস নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। টাকা, পেশি আর প্রভাবে নওগাঁর ধামইরহাট -পত্নীতলা নিজ নির্বাচিনী এলাকায় রাতারাতি অলিখিত সম্রাটে পরিণত হয়েছিলেন। অ্যাডভোকেট থেকে রাজনীতিকেই টাকা কামানোর প্রধান হাতিয়ার বানিয়ে গড়ে তোলেন সাম্রাজ্য। ভাইলীগ ও সিন্ডিকেটলীগই লাঠিয়াল হিসেবে তাঁর ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে। তাঁর তৈরি সিন্ডিকেটের মাধ্যমে ধামইরহাট ও পত্নীতলার বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণ করেই প্রতিবছর কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে সরকারি সব দপ্তরের নির্মাণকাজের ২০ শতাংশ কমিশনও চালু ছিল। বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

বেশকিছুদিন ধরেই দিন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের নির্বাচনী এলাকা অনুসন্ধান করে অনেকের সঙ্গে কথা বলে আরো জানা যায়, এই জেলায় সড়ক, এলজিইডি, কৃষি, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্য ছিল তাঁর দখলে। পরিবারের সদস্যরা তাঁর ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় গড়ে তোলেন পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাম্রাজ্য, যার ধাপে ধাপে ছিল অনিয়ম, দুর্নীতি ও দখল বাণিজ্য।

শুধু সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড়ই গড়েননি
তার ছেলেকে ইন্ডিয়ায় অবৈধ সম্পদের পাহাড় করে দিয়েছে তেলের পাম্প বাড়ি ইন্ডিয়ান নাগরিক সহ বিভিন্ন অবৈধ সম্পদের পাহাড় করে দিয়েছে, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের হাত ধরে দুই বিঘা থেকে ২০০ বিঘা সম্পত্তি করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন তার সহযোগী উপজেলা সাবেক চেয়ারম্যান আজার আলী মন্ডল ও অসংখ্য অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগ রয়েছে, শুধু তাই নয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামেরও রয়েছে (৪) বিল্ডিং দোকান এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে করেছে এই ভাই লীগের নৈরাজ্য,স্থানীয়দের দাবি এ মুখোশধারী শয়তানদের খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।