বান্দরবানে পর্যটকদের ভ্রমনে ২মাস ২০শতাংশ ছাড়ের ঘোষনা পর্যটকবাহী যানবাহনের :

পর্যটকদের পার্বত্য জেলা বান্দরবান ভ্রমনে আরো সাশ্রয়ী ভ্রমনের লক্ষ্যে বান্দরবানে আগামী ১লা অক্টোবর
থেকে ৩০ নভেম্বরের পর্যন্ত ২মাস ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা এই ঘোষনা দেন।
এসময় বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম এই ছাড়ের ঘোষনা প্রদান করেন এবং বান্দরবানে পর্যটকদের ভ্রমন করতে উৎসাহী করার পাশাপাশি তিনি আরো জানান, বান্দরবানের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী মাইক্রোবাস, জীপ ও পিকআপ গুলো নিয়মিত চলাচল করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করে।
এসময় মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম আরো জানান, বান্দরবান তিন পার্বত্য জেলার মধ্যে সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত আর এই জেলার পাহাড়ী ও বাঙ্গালীরা সৌহাদ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। এই সম্প্রীতির সহবস্থান দেখার পাশাপাশি বান্দরবানে নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে ওঠছে এবং সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করছে।
এসময় সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪ইং