ময়মনসিংহ তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার  প্রধান হাট  উপজেলা সদরের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির লিঃ এর  ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন প্রতীকের সাদাকালো পোস্টারে পেয়ে গেছে উপজেলা সদরসহ বিভিন্ন  হাট বাজারে।   জানা গেছে,   তারাকান্দা বাজারবণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আজ ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।  প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর  শুরু হয়েছে প্রচার-প্রচারণা হয়েছে। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী আমেজ  বিরাজ  করছে।প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরে ঘুরে ভোট  প্রার্থনা করছে।৫৪৬ জন ব্যবসায়ী ভোটার নিয়ে এই সমিতির নির্বাচন যেন উৎসবের আমেজ বইছিল।এ নির্বাচনে  ৯  টি  পদে ১৮ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী  প্রার্থীরা হলেন,    সভাপতি পদে-আলহাজ্ব  কামরুজ্জামান সরকার ফুল মিঞা ( ঘোড়া),