today visitors: 5073432

কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ -ই মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত—

শাহ্ ফুজায়েল আহমদ
উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর সুনামগঞ্জ

আজ ১৬/০৯/২০২৪খ্রি.রোজ সোমবার ১২ই রবিউল আউয়াল
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২৫নং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় নবী শ্রেষ্ঠ বিশ্বনবী,জগৎ গুরু মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

পরে হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষর্থীবৃন্দ।

প্রধান শিক্ষক,কবি ও লোকসংস্কৃতি গবেষক, মোঃ মোশাররফ হোসেন মুছা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাঃ সারা জাহানের রহমত স্বরূপ,মানব জাতির পথপ্রদর্শক হিসাবে তাঁকে মহান আল্লাহ তায়ালা এধরাধামে প্রেরণ করেছেন। তাঁর জন্মদিন পালন করে গোটা দেশসহ সারা বিশ্ব আমাদের অহংকার এর জায়গাটুকু বিকশিত করেছে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা করেন প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন মুছা।পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে পুরস্কার বিতরণ ও নাস্তা বিতরণ করা হয়।