today visitors: 5073432

সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

ঝিনাইদহে নাশকতার দুই মামলায় প্রধান আসামী সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তিনি ঝিনাইদহ জামতলা নামক স্থানে নিজ বাসা থেকে গ্রেফতার হন।
সরকার পতনের ঠিক আগের দিন ৪ আগস্ট নায়েব আলী জোয়ার্দার এর নেতৃত্বে শৈলকুপা থেকে বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র নিয়ে শত শত মানুষ ঝিনাইদহ শহরে নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি করে। এসময় জেলা বিএনপির অফিসে অগ্নি সংযোগ এবং জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়ীতে হামলা, অগ্নি সংযোগ ও লুটপাট করা হয়। এ সময় আব্দুল মজিদের বাড়িতে থাকা একটি প্রাইভেট কার দুটি মোটরসাইকেল অগ্নি সংযোগ করা হয়। এ নিয়ে পৃথক দুটি মামলা হয়। মামলার প্রধান আসামী করা হয় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে।
র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, দুই নাশকতা মামলার প্রধান আসামি সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে শহরের আরাপপুর জামতলা এলাকায় তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।