today visitors: 5073432

নীরবতা

মো: মাহবুবুল আলম (সুমন)
প্রভাষক, পলাশীহাটা স্কুল এন্ড কলেজ

নীরবতারও আছে ভাষা,
অন্তর্গত এক মায়ার পরশ।
শব্দহীন এই পৃথিবী,
বলে যায় কত কথার রস।

নীরবতার নিঃশ্বাসে মিশে,
অশ্রু বিন্দু হারিয়ে যায়।
মনের গভীর কোলাহলে,
নীরবতাই সুর বেঁধে গায়।

নীরবতা কথা বলে নির্জনে,
সব ব্যথা বুঝিয়ে দেয় গোপনে।
অশ্রু, হাসি, অভিমান—সবই মিশে,
নীরবতা জানে সব, মনকে ভাসিয়ে।

নীরবতারও আছে এক জাদু,
যা কোনো কোলাহল পারেনা।
শব্দের ঝংকার, ফুরিয়ে যায়,
নীরবতাই দেয় সান্ত্বনা।

নীরবতা নিয়ে বেঁচে থাকা,
একটি শান্তির মোহনায়।
সব ঝড় থেমে গেলে শেষে,
নীরবতাই থাকে আপন ছায়ায়।