এইচ এম গোলাম কিবরিয়া রাকিব,কুমিল্লা।
হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, কুমিল্লা মহানগরীর আয়োজনে দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা২০২৪ এর ২য় পর্ব,৭সেপ্টেম্বর বুধবার, দায়িত্বশীল দা’ঈ ইলাল্লাহ ও ওলামা মশায়েখের অংশগ্রহণে নগরীর স্বনামধন্য একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ কামারুজ্জামান সোহেল। দা’ঈ ইলাল্লাহদের উদ্দেশ্যে বিষয় ভিত্তিক গঠনমূলক আলোচনা রাখেন যথাক্রমে..
দাওয়াহ্ ইলাল্লাহ ও সমাজসেবা বিষয়ক, মাওলানা তাজুল ইসলাম এবং মাওলানা সাইফুল হক চৌধুরী। আল-কুরআনের শিক্ষা বিষয়ক, আলহাজ্ব মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব।আদর্শ মসজিদ গঠনের উপায় নিয়ে আলোচনা রাখেন অধ্যাপক মুহাম্মদ সহিদুল ইসলাম। দাওয়াত দানের পদ্ধতি ও কৌশল – বাংলাদেশ প্রেক্ষিতঃ আল্লামা ড.মুফতি হিফজুর রহমান।আদর্শ পরিবার গঠনে দা’ঈ ইলাল্লাহ’র ভূমিকা নিয়ে আলোচনা করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী।আরবি ভাষা শিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা-বাংলাদেশ প্রেক্ষিতঃ বিষয়ক, অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার। প্রতিকূল পরিবেশে দাওয়াতি কাজের কৌশল বিষয়ক আলোচনা করেন, জননেতা কাজী দ্বীন মুহাম্মদ। ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ মু.হুমায়ুন কবির মাসউদ।
উন্মুক্ত আলোচনা করেন শাখার বিভাগীয় দায়িত্বশীলগণ। প্রশিক্ষণ পরবর্তী করনীয় বিষয়ক বক্তব্য রাখেন ড.আবু উসামা।