today visitors: 5073432

মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

এ সব চেয়ারম্যানরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।