today visitors: 5073432

সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৩৩ নং আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভাষা রায়ের উপর শ্রেণীকক্ষে বর্বরোচিত হামলার প্রতিবাদে ৩১ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ শনিবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দের অবস্থান কর্মসূচি ।

শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ জেলা

জগন্নাথপুর উপজেলার ৩৩ নংআটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় জগন্নাথপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে । উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির (সভাপতি ) মোঃ আতাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সরকারি শিক্ষক সমিতির (সাধারণ সম্পাদক) মোঃ রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষক কমিটির প্রতিনিধি ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে , হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন , সহকারী শিক্ষক সমিতির (সভাপতি ) মোঃ নুরুল হক । রজত কান্তি দাস , গোপাল চন্দ্র দাস , আলমগীর হোসেন , শাহজাহান সিরাজ , পুষ্পিতা রানী তালুকদার , ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় ও তাঁর স্বামী জয় চৌধুরী প্রমুখ । পরে ভুক্তভোগী ৩৩ নং আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভাষা রায় হামলাকারী লায়েক খাঁনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। এসময় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন । ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় বলেন , বিদ্যালয়ের চারপাশে পানি থাকায় বিদ্যালয়ে ভর্তি বিহীন এক শিশুকে দপ্তরি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় । এতে রাগান্বিত হয়ে ওই শিশুর পিতা লায়েক খাঁন আমার উপর ২৯ আগস্ট বৃহস্পতিবার অতর্কিত হামলা করেন আমি এরজন্য সুষ্ঠু বিচার চাই। সমাপনি বক্তব্যে পাটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাহার উদ্দিন বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীকে গ্রেফতার করা না হয় , তাহলে শ্রেণী পাঠদান বন্ধ রাখা হবে । এবং সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ
বিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে নিরাপত্তা প্রদান করতে হবে । অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষক , শিক্ষিকাদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – বশিরুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি । অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।