ভালো বাসা ভাড়া দেওয়া হয় ভালোবাসা না।
বুঝতে হবে ভালো বাসা আর ভালোবাসা এক জিনিস নয়। এক হলে অবশ্য মন্দ হত না। বলাবাহুল্য ভালো বাসা পাওয়া যতটা সহজ তদ্রূপ ভালোবাসা পাওয়াটা দুরূহ ব্যাপার। সৃষ্টিলগ্ন থেকেই মানুষ কিংবা মনিষীরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে আসছে ভালোবাসা কিংবা ভালো বাসার অবকাঠামো দিক নিয়ে। সারশূন্য ফলাফল। কেননা সবাই আমরা চাই-ই নীতিতে অটল। কিন্তু কিছু পেতে হলে কতটা উজার করে দিতে হয় সে সুত্রটা সহসাই ভুলে যাই। সত্যটা এমন, কারো কাছ থেকে পাওয়া গভীর ভালোবাসা যেমন আপনাকে শক্তি দেয়, তেমনি কাউকে গভীরভাবে ভালোবাসতে পারাতেও সাহস যোগায়। অনেকের কাছে তা হয়ত বোধগম্য না। এটাও মনে রাখতে হবে ভালোবাসা শারীরিক চাহিদা পুরণ কিংবা কোনো ভোগবাদের নাম নয়। এটা যেমন ঐশ্বরিক তেমনি উপলব্ধির অনন্য এক শক্তির নাম। তাছাড়া সত্যিকারের প্রেম যেমন পারে মানুষটিকে অন্ধ করে দিতে তেমনি পারে এই মানুষটিকে মহান করতে। এ প্রেমের ডাল-পালা কখনো যেমন করে ভাবুক অথবা সে ভাবনায় বিষ ঢেলে দেয় এক নারী। পুরুষ সেখানে আঁতেল বটবৃক্ষ ‘যে ফুল দেবতা’য় লাগে না।’
অন্যদিকে নারী যেখানে ভালোবাসার বাসর সাজিয়ে বসে থাকে, পুরুষ সেখানে প্রবেশ করে শাসনকর্তা হয়ে। ভালোবাসা হয়ে যায় বিষাক্তময়। অমনি নারী ছলনার আশ্রয় নিতে বাধ্য হয়। দেখা গেছে এক ছাদের নিচে থেকেও দুইজন দুই মেরুর বাসিন্দা। জীবনপ্রবাহের মত দিব্যি জীবন পার করে দিচ্ছে। এক্ষেত্রে ভালোবাসাটাই আপেক্ষিক থেকে যায়।
ভালোবাসার নীতি হওয়া চাই- যে ভালোবাসে তাকে ভালোবেসো। এবং যে ভালোবাসে না তাকেও ভালোবেসো। এতে করে যেমন মনের অপবিত্রতা দূর হয় তেমনি ভালোবাস পায় তার পরিপূর্ণতা। এটাও মনে রাখতে হবে ভালোবাসা পাওয়া নয় বরং নিজেকে উজার করে দেওয়ার নাম। যে ভালোবাসতে জানে তার হারাবার কিছু নেই। যা পেয়েছি তা আমারই ছিল যা পাইনি তা-ই ভালোবাসা।
আবু রায়হান মিসবাহ
কবি লেখক সম্পাদক দৈনিক গণমাধ্যম।