today visitors: 5073432

ভোলায় সপ্তম দিনেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন ফায়ার কর্মীগণ ও শিক্ষার্থীরা

মুহাম্মদ আরিফ: ভোলা প্রতিনিধি

সারা দেশে ট্রাফিক পুলিশ শূন্য থাকায়, ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠন, এরি ধারাবাহিকতায়। ভোলায় শহরের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব নেয় ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীরা।

রবিবার সারা দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এমন চিত্র দেখা দেখা গেছে।
আন্দোলন সফল করার পর দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ষষ্ঠ দিনের মতো ভোলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে শিক্ষার্থী সহ অন্যান্য সংগঠন ট্রাফিকের দায়িত্ব পালন করতে।

শিক্ষার্থী ফাহিম রহমান বলেন : সড়কে যাতে বিশৃঙ্খলা না হয় সে অনুযায়ী সবাইকে চলাচল করতে অনুরোধ করি , যারা মোটরসাইকেল চালায় কিন্তু হেলমেট ব্যবহার করে না তাদের কে আমরা হেলমেট পরতে অনুরোধ করি,সঠিক জায়গায় সঠিক স্প্রিড কন্ট্রোল সহ সকল প্রকার আইন অনুসরণ করতে অনুরোধ করি, যাতে কোনো প্রকার দুর্ঘটনা যেন না হয়।
এবং যতদিন পর্যন্ত পুলিশ কার্যক্রম শুরু না করবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।