কোটালিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
মো হোসেন আলী

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজাহান সিরাজ, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার , উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম, হিরণ ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু প্রমূখ।