পত্নীতলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
’ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩১ জুলাই ) সকাল ১০ টায় পত্নীতলা উপজেলা চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন। পরে তিনি বেলুন উড়িয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘরে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব শহীদুজ্জামান সরকারের সম্মতিক্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সাবিনা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা মো: আবু সাঈদ, প্রানী সম্পদ কর্মকর্তা মো: মনিরুজ্জামান, পত্নীতলা থানার ওসি ( তদন্ত ) মো: সেলিম রেজা, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমূখ ।

আলাচনা সভায় বক্তারা বলেন, আমরা জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ এর স্লোগান কে সামনে রেখে দেশের মৎস সম্পদের কাঙ্খিত উন্নয়ন ঘটিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী র্স্মাট দেশ গঠনে এগিয়ে যাবো। আলাচনা সভা শেষে ৩ জন সফল মৎস খামারী ও মৎস চাষির মাঝে সন্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।