today visitors: 5073432

ছাগল চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার সেচ্ছাসেবক লীগ নেতা।

শরিয়তপুর প্রডিনিধি :

শরীয়তপুরের ডামুড্যায় ছাগল চুরি করার সময় এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শনিবার ( ২৭ জুলাই ) রাতে উপজেলার দারুলআমান ইউনিয়নের নাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে সেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণপিটুনির শিকার ওই সেচ্ছাসেবক লীগ নেতা ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর একাকার মইজুদ্দিন মোড়লের ছেলে রফিক মোড়ল। তিনি ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শী আবু কালাম বলেন, নাদ্রা গ্রামে গণপিটুনি দেওয়ার সময় আমিও কাছে যাই। গিয়ে জানতে পারি রফিক মোড়ল ছাগল চুরি করতে এসেছেন। এবং তাকে জিজ্ঞেস করা হলে তিনি ছাগল চুরির বিষয় শিকার করেছেন।

আরিফ নামে একজন জানান, রফিক মোড়ল ঘটনার দিন রাত ১০ টার দিকে ছাগলের খামারের কাছেই ঘুরাঘুরি করছিলেন এসময় আমাদের দেখি তিনি দৌড়ে পালাতে চায়। আমরা গিয়ে তাকে দৌড়ে ধরে ফেলি। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এবং তিনি ছাগল চুরির বিষয় শিকার করে।তাছাড়া রফিক মোড়লের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ শুনেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত রফিক মোড়ল বলেন, আমি ওইদিন মোটরসাইকেল দিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলাম। এসময় কিছু ছেলেপেলে এসে আমাকে মারধর করে আহত করে।

এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না সিকদার বলেন, নারায়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের তিন মাসের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ শেষ। এবং তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে এটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।