সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক সাংবাদিক মোঃ নুরুজ্জামান মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার রাতে তার মৃতদেহ স্থানীয় একটি নালা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম।
জানা গেছে সাংবাদিক নুরুজ্জামান স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফলে একটি মহল তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করতো। তার মৃত্যুর পেছনে উক্ত দুর্নীতিবাজ মহলের কোন সংশ্লিষ্টতা আছে কিনা সেটা তদন্তের দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
অনলাইন পত্রিকা নীলাকাশ বার্তা’র প্রকাশক ও সম্পাদক মোঃ নুরুজ্জামানের অস্বাভাবিক মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও শ্যামনগর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কংগ্রেসের আহবায়ক সাংবাদিক মোঃ নুরুজ্জামান মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার রাতে তার মৃতদেহ স্থানীয় একটি নালা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
জানা গেছে সাংবাদিক নুরুজ্জামান স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফলে একটি মহল তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করতো। তার মৃত্যুর পেছনে উক্ত দুর্নীতিবাজ মহলের কোন সংশ্লিষ্টতা আছে কিনা সেটা তদন্তের দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
অনলাইন পোর্টাল নীলাকাশ বার্তা’র প্রকাশক ও সম্পাদক মোঃ নুরুজ্জামানের অস্বাভাবিক মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম ও শ্যামনগর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামানসহ দলের সর্বস্তরের নেতা কর্মীগণ।