স্টাফ রিপোর্টার ।।
রাকিব হোসাইন ।।
_______
শরীয়তপুর এর জাজিরা পদ্মা সেতুর ,প্রান্তে কোটা বাতিলের আন্দোলনের বাস্তবায়ন কৃত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ।””এতে ঘটনাস্থলে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।।।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুর , ১ টা ২০ মিনিটে শরীয়তপুরের জাজিরার উপজেলার পদ্মা সেতুর সংলগ্ন জমাদ্দার বাড়ির মোড়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ।।।
কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলায় ছয়জন নিহতের প্রতিবাদসহ কোটা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে অবস্থান নিলে এতে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।।।
প্রায় “ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন আহত হন। পরে স্থানীয় ছাত্রলীগকর্মীদের ধাওয়ায় আন্দোলনকারীরা পিছু হটলে সড়কটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এর আগে সকাল ১০টার দিকে পদ্মা সেতু টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা জড়ো