এস, এম,আজিজুল হক আজিজের লেখা “কোটা”
আন্দোলন চলছে, চলব
কোটা নিপাত যাক
মেধাবী শিক্ষার্থীরা মুক্তি পাক
কোটা কোটা করে খাবে আর কতটা?
অধিকার টুকু দেয় নাতো বাঙালি কোন বেটা।
স্বদেশটা কি কারোর কিনা নাকি জমতার?
এদেশের মেধাবীরা কেন৷ পায়না অধিকার।
শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে পুরাদেশ ছড়াবে,
কোটার সমাধান কোন পথে যাবে।
নবীন রুপে মোরা দিয়েছি ঘোষণা,
কোটার সমাধান না দিলে মোরা কেহ ঘরে ফিরব না
পুলিশ দিয়ে বাধার চেষ্টা যদি হয় পথে,
আন্দোলন বেড়ে যাবে তারই সাথে সাথে।
শিক্ষার্থীদের ঐক্য মনোবল আর সাহসিকতা,
বাহান্ন থেকে একাত্তরের আন্দোলনেই পায় সফলতা।
শিক্ষার্থীরা মাথা লুয়াবার নয়,
এজন্যই সর্বদায় সফল হয়।
স্বদেশের বুকে আলো যদি চান,মোদের অধিকার দেন,
তা নাহলে একে একে ছড়াবে ঝামেলা আর হেন তেন
রক্ত যত আছে দেব সব ঝেড়ে,
মেধাবীদের অধিকার কেন নিবে কেড়ে।
মোরা হলাম অমর মানব মৃত্যুন্জ্ঞীয় লাশ
লড়তে লড়তে ফিরিয়ে আনবো মেধাবীদের আবাশ
মোরা চাই! চাই! চাই! এদেশের
মেধাবী শিক্ষার্থীদের অধিকার চাই।