today visitors: 5073432

প্রেস বিজ্ঞপ্তি

১৫ জুলাই ২০২

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবারের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, এভাবে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক ও গণতন্ত্র পরিপন্থী কাজ। অবিলম্বে কোটা পদ্ধতি সংষ্কার সাধনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করতে বিবৃতিতে সরকারের প্রতি আহবান জানানো হয় দলটির পক্ষ থেকে।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের সন্তান ও দেশের ভবিষ্যৎ। তাদেরকে মারধরের মাধ্যমে আন্দোলন দমনের প্রচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান দলের শীর্ষ এই দুই নেতা।