today visitors: 5073432

হাতে কালি মুখে কালি সেজেছে খোকা নতুন সাজ

দেখে মন ভরে যায়-
কড়িকড়ি চোখে চায়।
আছে দু”এক দাঁত,আর নাই
মায়া হাসিতে সবারে ভুলাই।

দেখে জননী রাগে তখনি,
কেনো মেখেছিস কালি?
শুনে,খোকা কেঁদেই বোকা!
জননী না হেসে পারে’নি।

খোকা খেলে মেঘের সঙ্গে,
খেলে চাঁদ-তারা হয়ে।
খোকা খেলে কালি নিয়ে,
হাড়ির সঙ্গে জল হয়ে।

খোকা যে স্বাধীন রাজা,
কে দিবে তারে পাহারা?
এদিক ছুটে,ওদিক ছুটে–
খনে হাসে-খনে কাঁদে;
খনে দাঁড়ায় খনেই পড়ে,
কে আর তাকে ধরে?
সে যেন চড়ুই পাখি’রে।

এখন খোকার মধুর খন,
আমাদের আজ নাই;
বড় হয়ে মোরা বাঁধা পরেছি
তবুও স্মৃতি মনে ভাবায়-
মোরাও একদিন ছিলাম খোকা।

কবিতাঃ খোকার সাজ।