today visitors: 5073432

বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ষায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহ তারা আল্লাহ উপজেলা ইউনিয়নের বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি চলতি বর্ষায় হাঁটু পানিতে তলিয়ে গেছে।প্রতি বছরই বর্ষায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মাত্র একফুট পরিমান ভরাট করলেই মাঠটি তালদীঘি মুন্সিরহাট জিসিসি রাস্তার সমান উচু হয়ে যাবে,তাতে এ মাঠে পানি আটকানোর কোন সম্ভাবনা থাকবে না।

পুরো মাঠে এক ফুট পরিমান মাটি ভরাট করতে কত হাজার ঘনফুট মাটি লাগবে কেউ হিসেব করে বলতে পারেন?কত টাকা খরচ হয় এ মাঠটা এক ফুট উঁচু করতে?

স্কুলের পুকুড় ভরাট করে বাজারের ব্বসায়ীদেরনভাড়া দেওয়া হচ্ছে,স্কুলের মাঠও গরু মহাল হিসেবে ভাড়া খাটানো হচ্ছে,এ ভাড়ার টাকা যায় কোথায়?এ টাকা কি মাঠ উন্নয়ণের কাজে ব্যবহার করলে পাপ হবে?

প্রশ্ন অনেক,কিন্তু জায়গা কম তাই ভদ্রতার খাতিরে উত্তর খুঁজি না।তবে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে নিজেকে একজন সমাজ সচেতন মিডিয়াকর্মী হিসেবে গড়ে তুলেছি সেই প্রিয় প্রতিষ্ঠানের প্রতি তো কিছু দায় থাকতেই পারে।অ