today visitors: 5073432

বার বার মায়ায় পরা মানুষ কুড়িগ্রামের মতি শিউলি

পথভোলা পথিকের বেশে খুঁজে ফিরি কাঙ্গাল হয়ে অকৃতিম ভালো বাসা মায়ামমতা সেখানে সেখানেই পাবে আমায়…..

পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে, সে পা মেপে মেপে হাঁটে না মুল লক্ষ্য গন্তব্যে পৌঁছা, পাছে লোকে কিছু বলে, তা শুনার সময় নেই বাছা….
পথের সৌন্দর্যকে নিজের অন্তরে অনুভব করতে করতে চলো পথিক, দাঁড়াবার সময় তো নেই।

সম্পর্কও এমন আত্মীয় অনাত্মীয়( রক্তের সম্পর্ক) বলে কিছু থাকেনা, সম্পর্কের যত্ন করলে
পরমাত্মীয় হয়ে যায়, মায়া …..
কি মায়ায় জড়ালে আমায়……
যেকোন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে
সম্পর্ককের পোষ্টমর্টেম করতে নেই, সারাক্ষণ খুঁড়ে দেখতে নেই। সম্পর্কের ভিতর জোয়ার ভাটা মান অভিমান ছোটখাটো ভুল ভ্রান্তি নিয়ে সবসময় অঙ্ক কষতে নেই। আর তা করতে গেলে পারস্পরিক নৈকট্য বিষময় হয়ে ওঠে। বরং যখন, যেটুকু সময় কাছাকাছি থাকা যায়, যোগাযোগ রাখা যায় বন্ডিং শান্তিময় হয, সেটাকেই উপভোগ করতে হবে । তা না হলে যে কোন সম্পর্ক টিকবে না এবং সম্পর্কের লাবণ্য ধ্বংসস্তুপে পরিণত হবে, সম্পর্ক বোঝা হয়ে ওঠে। ”
অতএব সম্পর্ক গুলোর যত্ন নেওয়া খুব জরুরি আর তানা হলে সম্পর্কে জড়ানোর দরকার নেই।

আমার মামনি
কি মায়ায় জড়ালে আমায়….