মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
মাদরাসা থেকে পালিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী সাকিল (১১)কে তারা বাবর কাছে তুলে দিলেন,ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উত্তর কাওয়াকড়ি গ্রামের মোশারফ হোসেনের পুত্র শাকিল (১১)
মাদ্রাসা থেকে গতকাল পালিয়ে শেরপুর থেকে বিভিন্ন ভাবে চলে আসে তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের একটি গ্রামে। পুরো ঠিকানা বলতে না পারায় এলাকার লোকজন তারাকান্দা থানায় পৌছে দেয়। বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে আংশিক তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে কল দিয়ে খোজ খবর নিয়ে তার অভিবাবককে থানায় এনে মঙ্গলবার সন্ধ্যায়
তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী বলেন, ছোট মানুষ কে বাবা মা মাদ্রাসায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েই নিশ্চিন্ত হয়ে যায়। বাচ্চাদের মান-অভিমান, জেদ ইত্যাদি বাবা-মা যেভাবে অনুভব করে সেইভাবে অন্য কেউ পারবে না। তাই আগে সন্তানের মনোভাব বুঝে, তার আবেগ অনুভূতি বুঝেই শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া উচিত। আগে তো জীবন পরে শিক্ষা।