today visitors: 5073432

নীলফামারীতে মাদ্রাসা শিক্ষককে হত্যার চেষ্টা প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন সচেতন নাগরিক

মোঃ মোরছালিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:আজ ১ই জুলাই সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে নিজ বাড়ী থেকে জ্ঞানদাস কানাইকাটা মসজিদে যাওয়ার পথে তরণীবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হত্যার উদ্দেশ্য ক্বারী মোঃ আবুল হোসেন (৫০) কে দূর্বৃত্তরা ছুরি আঘাত করে।

নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এরই ধারাবাহিকতা বিকেলে সচেতন সমাজের নাগরিকবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেন। জ্ঞানদাস কানাইকাটা মাধ্যমিক উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ক্বারী মোঃ আবুল হোসেন তিনি জ্ঞানদাস কানাইকাটা মসজিদের দীর্ঘ দিন থেকে শিশুদের মক্তব পড়িয়ে আসতেছেন। তিনি দীর্ঘ দিন থাকায় হিন্দু ও মুসলিম সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করে আসছেন,কিন্তু এই হঠাৎ অনাকাঙ্ক্ষিত হামলায় পুরো এলাকায় এনে দিয়েছে শোক। বক্তারা আরো বলেন আমরা আজ কোথায় নিরাপদ, এছাড়াও বলেন এ ঘটনায় জড়িত সকলকে খুব শিখ্রই আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন হিন্দু ও মুসলিম সমাজের নাগরিকবৃন্দ।