মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি
গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্প থেকে ইউনিয়নের বিভিন্ন সরকারি অফিসে আসবাবপত্র বিতরণ করেন গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র, গোহালাকান্দা ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস, বাদে বাড়েঙ্গা কমিউনিটি ক্লিনিক, নশ্বাই কান্দুলিয়া কমিউনিটি ক্লিনিক ও কিসমত বাড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আসবাপত্র দেওয়া হয়। আসবাবপত্রগুলো ছিলো, আলমিরা, সিটিং চেয়ার, অফিসিয়াল চেয়ার, কম্পিউটার টেবিল, সেক্রেটারিয়েট টেবিল, প্রমিউটার। স্ব স্ব সরকারি অফিসের প্রতিনিধিদের হাতে আসবাপত্রগুলো হস্তান্তর করে ইউ চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজেই।
এসময় গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “আমার ইউনিয়নের বিভিন্ন সরকারি অফিসে কিছু আসবাবপত্রের ঘাটতি ছিলো৷ ঐসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানালে, তাদের এই বরাদ্দ দেওয়া হয়। আমি প্রায় ২ বছর ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সবসময় চেষ্টা করি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। জনগণের যে কোনো বিপদে পাশে থাকার চেষ্টা করি। আমার পরিষদের প্রতিটি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছি। মানুষ মাত্রই ভূল আমারও ভূল হতে পারে। যদি কারো মনে হয়, আমার কোনো কাজ ভূল হচ্ছে, তাহলে ধরিয়ে দিবেন। আমি সবসময় সঠিক পথে চলার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমার ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন, ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের, ইউপি সচিব মোঃ হাসিন ইসরাক, উদ্যোক্তা মোঃ সাদ্দাম হোসেন। মহিলা ইউপি সদস্য মোছাঃ হাসিনা বেগম হাসি, মোছাঃ পারুল বেগম, শরীফা আক্তার এবং ইউপি সদস্য ইসতিয়াক আহম্মদ সুমন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মোজাম্মেল মিয়া, বিপ্লব চন্দ্র ধর, আওয়াল, মোঃ শামীম মিয়া, মোঃ কামাল উদ্দিন তালুকদার, মোঃ জামাল মিয়া, মোঃ আব্দুল আলীম।