আজ ২৬ জুন ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় Approach to management of snakebite and community awareness শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, চাঁদপুর এর সুপারিন্টেন্ডেন ড. একেএম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ডক্টরগণ ও সংশ্লিষ্ট অংশীজন।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. মো. নোমান হোসাইন, সহযোগী অধ্যাপক, চাঁদপুর মেডিকেল কলেজ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সাপে কামড়ালে ওঝা বা বেদে-বেদেনীদের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যান। উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সর্পদংশনের বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সঠিক প্রাথমিক চিকিৎসা, সময়মত ও রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ ও দ্রুত যথাযথ চিকিৎসার মাধ্যমে সর্পদংশনে মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে। সব জায়গায় হাসপাতালগুলোয় অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।