আব্দুর রাজ্জাক ডিমলা, নীলফামারী :
ডিমলা নীলফামারীর সাম্প্রতি ভাড়ি বর্ষণে ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শোভানগঞ্জ ও ৭নং ওয়ার্ডের নিজ সুন্দরখাতায় বাঁধ ভেঙে বসত বাড়িতে পানি প্রবেশ করে। সরকারি চাল বিতারন করেন চাল বিতারণ কালে কয়েক জনের সঙ্গে কথা বললে। বলেন পানি বন্দি হয়ে আছি এ সময় চাল পেয়ে পরিবার সহ বেশ ভালোই চলবে আমাদের আজ ২২ জুন, ২০২৪ তারিখে সরেজমিন পরিদর্শন করতে আসেন নীলফামারীর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ। পরিদর্শন শেষে বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পানিবন্দী ১শত পঞ্চাশ পরিবারের মাঝে জনপ্রতি ২০কেজি করে জিআর চাউল বিতরণ করেন।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিমলা, জনাবা ফারজানা আখতার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব মোঃ মেজবাহুর রহমান, সহযোগিতা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী।