ধরুন, একটি ফেসবুক একাউন্ট আপনি আজ থেকে অনেক দিন আগে ব্যবহার করতেন। কোনো এক কারণে হয়তো একাউন্টটিতে আপনি দীর্ঘদিন ঢুকতে পারেননি। কিন্তু হুট করে দেখলেন ফেসবুকে পড়ে থাকা আপনার ওই পুরনো ফেসবুক একাউ একটিব অথবা কেউ চালাচ্ছে।
সম্প্রতি এরকমই এক সমস্যা নিয়ে একজন ভিক্টিম আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আরো বিস্তারিত ভাবে জানতে পারি, সেই ফেসবুক একাউন্টটি ব্যবহার করে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে। এমনকি একাউন্ট এ থাকা পূর্বের ব্যক্তিগত তথ্য এবং ছবি একাউন্ট থেকে আপলোড করা হচ্ছে।।
এখন প্রশ্ন হলো এটি কি আদৌ সম্ভব? এবং কিভাবে তা সম্ভব হলো?
– হ্যা সম্ভব। কিভাবে সম্ভব?
– আপনার ফেসবুক একাউন্ট যেই সিম দিয়ে আপনি ক্রিয়েট করেছিলেন হয়তো কোনো এক কারণে সিম টি আপনার কাছ থেকে হারিয়ে যায় অথবা পাসওয়ার্ড ভুলে যাবার কারণে একাউন্ট এ আর ঢুকতে পারেন নি। আপনিও আর আপনার হারানো সিম টি উদ্ধার করলেন না। দীর্ঘদিন সিম টি বন্ধ থাকার কারণে সিম এর মালিকানা বাতিল করে দিয়ে সিম কোম্পানি নতুন করে ওই সিম বাজারে ছেড়ে দেয়। এতে করে যখন কেউ সেই সিম টি তার মালিকানায় কিনে নিবে ওই সিম কার্ড দিয়ে ক্রিয়েট করা সকল সোশ্যাল একাউন্ট এর এক্সেস সে পেয়ে যাবে। মূলত এই ঘটনাটাই এক্ষেত্রে ঘটেছে।
সমাধান:
আমাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করার পর আমাদের সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি টিম এর সাহায্যে সেই একাউন্টটি নষ্ট করে দেয়া হয়।
প্রতিনিয়ত আমাদের কাছে ফেইক একাউন্ট থেকে হ্যারেজমেন্ট সহ এরকম নানা অভিযোগ আসছে। সুতরাং আপনারা এই ব্যাপার গুলোতে সচেতন থাকবেন।
📷
📷
1919All reactions: