today visitors: 5073432

শিশু মানে তাজা ফুল বকুলের গন্ধ শিশু মানে মনোরম কবিতার ছন্দ মোস্তফা কামাল ।

শিশু মানে সুমধুর সুরভীর সরোবর

শিশু মানে শতরূপা সোহাগ আর সুন্দর।

শিশু মানে টলমল শিশিরের বিন্দু
শিশু মানে মায়া মাখা মমতার সিন্ধু।

শিশু মানে তুলতুলে তরতাজা স্বপ্নীল
তুলতুলে থাকে তার মগজ আর মন দিল।

শিশুরা তো প্রজাপতি তুলতুলে থাকে গা,
তুলতুলে থাকে তার মন মাথা হাত পা।

বেশি চাপ দিলে ভাই নরম এই তোলাতে
হাল ছেড়ে থেমে যায় পারে না সে কুলাতে।

তাই তারে যেতে গিয়ে লিখা পড়া শিখাতে
বেশি চাপ দিতে নেই তার পড়া লিখাতে।

কিতাবের ও কলমের চাপ নেয়া সোজা নয়
শিশুদের পিঠে তাই এ গুলোর বোঝা নয়।

সদা তারে পাঠদানে যেতে নেই শাসিয়ে
দিতে নেই কিতাবের ভরা নদে ভাসিয়ে।

কচি হাতে দিও না কো শুধু বই খাতারে
ছুঁয়ে যেতে দিও তারে পুতুলে ও সাঁতারে।

মাঠে ঘাটে নদী বনে যত তারা ছুটবে
তত তার মন মেধা বিকশিয়া উঠবে।

দুষ্টুমি খেলাধুলা শিশুদের অধিকার
এতে তারে বাঁধা দেওয়া মহাবড় অবিচার।

শিশুদের প্রতি যারা অবিচার করবে
কিভাবে সে পাষা*ণের ছেলে মেয়ে পড়বে।

শিশুদের যদি চাও খাঁটি পড়া পড়াতে
স্কুলে যেতে দিয়ো তারে দিয়ো ঘুড়ি উড়াতে।

লেখাপড়া জানলেও চিনে না যে বিশ্ব
তারা হয় শিক্ষিত জ্ঞানে হয় নিঃস্ব।

শিশুদের চাও যদি জ্ঞানী করে তুলতে
আকাশের পানে তারে দাও ডানা মেলতে।

শিশুর অধিকার
ফেরদৌস আহমেদ