today visitors: 5073432

সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন —

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের আশিঘর গ্রামের কৃতি সন্তান সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ জগন্নাথপুর উপজেলাসহ দেশ বিদেশের সবাই কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন, মুসলমানদের নিকট ঈদ উল আযহা ও ঈদ উল ফিতর এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ উল আযহা ও ঈদ উল ফিতর আমাদেরকে শুধু আনন্দইদেয় না, মানুষ মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদ উল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হব।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদ উল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসা কর্তব্য।

“প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেমপ্রীতি ও কল্যানের বার্তা নিয়ে। তাই এই দিন সকল কালিমা আর কুলষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।”

ঈদ উল আযহা উপলক্ষে আমি দেশ বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদ উল আযহা উদযাপন করার ও ঈদ উল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী বালা মুসিবতসহ সকল বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজতে রাখেন। ঈদ উল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হউক সম্প্রীতির বন্ধন মহান আল্লাহর দরবারে এ প্রর্থনা।

দেশ এবং বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিবার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উল আযহা উদযাপন করুন, সে কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।