জি কে রাকিব কুমিল্লা
আবরার হজ্ব-উমরাহ গ্রুপের প্রধান পরিচালক শায়েখ আব্দুল্লাহ্ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে এবং মুফতি কাজী আবু ইউসুফ ফারুকীর সঞ্চলনায় উক্ত প্রীতি ও দু’আ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুফতি জাহিদুল ইসলাম মাক্কী, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, কুমিল্লা জিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, মিডিয়া ব্যক্তিত্ব,এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, আলহাজ্ব এডভোকেট আব্দুল মান্নান, হাজী সিরাজুল হক, আলহাজ্ব মনজুরুল আলম বাদল,আলহাজ্ব শাহ আলম,এইচ এম হামীম,আলহাজ্ব এডভোকেট আবুল হাসেম। উক্ত হজ্ব প্রীতি ও দু’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম শরাফতী,মাওলানা এনামুল হক মজুমদার, হাফেজ মাওলানা হুমায়ুন কবির পাহাড়পুরী,মাওলানা হোসাইন আহমাদ জমিরী,মুফতি নাঈমুল ইসলাম, মাওলানা ফাহাদ আহমাদ,হাফেজ আব্দুস সাত্তার,ইন্জি.নোমান মজুমদার
,মাওলানা ওমর ফারুক, মাস্টার তোফাজ্জল হোসেন, ইন্জি.খোরশেদ আলম,
মাস্টার বিল্লাল হোসেন,মাওলানা জহিরুল ইসলাম ,মাস্টার সাইদুর রহমান মজুমদার, আবু বকর তানভীরসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। উক্ত হজ্ব প্রীতি ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন শায়েখ মাহমুদুল হাসান মোস্তফী এবং ফাহিম আহমদ। আবরার হজ্ব-উমরাহ গ্রুপের প্রধান পরিচালক, ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ,কান্দিরপাড়, কুমিল্লার খতিব এবং কুমিল্লা নাজাতুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক , শায়েখ আব্দুল্লাহ্ আল মামুন মোস্তফীর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।