today visitors: 5073432

আমার জীবনে দ্বিতীয় বলতে কিছু নেই || ডা আবুল হোসেন

গাজীপুরে শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে
সর্বসাধারণের সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে আল-হেরা হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ সহজে স্বল্প খরচে এখানে উন্নত মানের চিকিৎসা সেবা পেয়ে আসছে। অত্র অঞ্চলের মানুষের সহযোগিতায় বছরের পর বছর ধরে আল-হেরার চিকিৎসা সেবাকে উন্নত পর্যায়ে পৌঁছাতে ক্রমান্বয়ে সস্প্রসারণ চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার আবুল হোসেন। এরই ধারাবাহিকতায় সঠিক ডায়গনসিস ও সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্বমানের মেডিকেল টেকনোলজির সরঞ্জাম প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে।

ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন বলেন, একটি মফস্বল ক্লিনিক থেকে জাতীয় মানের হাসপাতালে উন্নীত করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। সে কারণে অবকাঠামোগত উন্নতির সাথে সাথে মান সম্মত সেবা ও অভ্যান্তরিন চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন করে চলছি। সে কারণে অবকাঠামোগত উন্নতির সাথে সাথে মান সম্মত সেবা ও অভ্যান্তরিন চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন করে চলছি। গত এক বছরের মধ্যে যুক্ত করেছি সিটিস্ক্যান, ওপিজি এবং ডিআর এক্স-রে মেশিন। প্রতিষ্ঠা করেছি ডায়ালাইসিস এনআইসিইউ ফিজিওথেরাপী ও দন্ত বিভাগ। স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, যা যে কোন মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব। এছাড়া বৃহৎ আকারে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ফার্মেসী। সহজেই পাওয়া যাবে সব ধরনের ওষুধ এবং সার্জিক্যাল প্রোডাক্ট। ইমার্জেন্সি বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে। তাছাড়া মানসম্মত ক্যান্টিন প্রস্তুত করা হয়েছে।

সর্বোপরি হাসপাতালের ২৬টি বিভাগকেই ঢেলে সাজিয়ে মানসম্মত করা হয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিশ্চিত করা হয়েছে। সব ধরনের টেস্ট ও চিকিৎসা খরচ মানুষের সিমিত আয়ের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এখনো আমার অনেক অপূর্ণতা অসংগতি রয়েছে যা দ্রুত কাটিয়ে ওঠার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন আরো বলেন, আমি ময়মনসিংহ মেডিক্যাল থেকে এমবিবিএস পাস করেছি। ২৭ তম বিসিএস এ সিভিল সার্ভিসে কোয়ালিফাই করি। জীবনের সকল পরীক্ষায় প্রথম শ্রেণিভুক্ত হয়েছি। আমার জীবনে দ্বিতীয় বলতে কিছু নেই। যে কারণে দ্বিতীয় শব্দটির সাথে আমি যুক্ত হতে চাই না। আমি যা করি সব প্রথম শ্রেণিতে উন্নীত করতেই করি। এই অভিপ্রায়ে একটি হাসপাতাল নির্মাণ করেছি, আল-হেরা হাসপাতাল।অনেক সীমাবদ্ধতা নিয়ে শুরু করেছিলাম। এখন ইনশাআল্লাহ্ সব সীমাবদ্ধতা দূর করে সফল অবস্থানে উন্নীত হতে পেরেছি। এখন আমার ‘ফার্স্ট ক্লাস’ সব আয়োজন। প্রথম শ্রেণির ইন্টারন্যাশনাল মানের মেশিনারিজ সেটআপ এবং সকল ডিপার্টম্যান্টে প্রথম শ্রেণির সর্বোচ্চ মানের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করে যাচ্ছেন। প্রথম শ্রেণির সেবার অঙ্গীকার নিয়ে আল-হেরা হাসপাতাল আপনার পাশে আছে।

তিনি আরো বলেন, যারা আল-হেরা হাসপাতালের সেবা ও নানা বিষয়ে অসুন্তুষ্ট ছিলেন তারা এখন সন্তুষ্টি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। এই প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আপনি আসুন আমাদের সাথে সংযুক্ত হোন। আপনার যে কোন ধরণের ডিমান্ডের সাথে নিজেদের মানিয়ে নিয়ে আমরা সেবাদানে প্রস্তুত।