নিজস্ব প্রতিবেদকঃ
কখনও সাংবাদিক কখনও পুলিশ কর্মকর্তা কখনও বা আইনজীবী সহকারী । এভাবেই গাজীপুরের আনাচে কানাচে দাঁপিয়ে বেড়াতো আনোয়ার হোসেন সৌরভ নামের এই প্রতারক। চাঁদাবাজি আর ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো মানুষের কষ্টার্জিত টাকা। তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষ।অবশেষে শ্রী ঘরে ঠাঁই হলো সৌরভ নামে এক প্রতারকের সৌরভ নামের এই প্রতারক ১৯মে রোববার সন্ধ্যায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বাস কাউন্টারে চাঁদাবাজির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়, পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে , দীর্ঘদিন ধরে নানা অভিযোগে অভিযুক্ত সৌরভ দাঁপিয়ে বেড়াচ্ছিলো পুরো গাজীপুর। নারী লোভী সৌরভ ইতিম্যেই প্রতারিত করেছে একাধিক মেয়েকে। এছাড়াও পুলিশ পরিচয়ে এক যুবককে পিটিয়ে ভাইরাল হয় সৌরভ।
তার অপকর্মের বিষয় জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, চাঁদাবাজি করার সময় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সৌরভকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি,মাদক ব্যবসায় স্ব-সহযোগিতা করা নানা অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সদর থানার মামলা নং ৪০/২৯৪ তারিখ: ২০/০৫/২০২৪ ইং
ধারা: ৩২৩/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড।