today visitors: 5073432

গরম কমাতে গাছ লাগনো নিয়ে ব্যস্ত ফরিদগঞ্জ এর মানুষ…

,ফরিদগঞ্জ,চাঁদপুর

গাছ লাগান, পরিবেশ বাঁচান
তীব্র গরম ও তাপদাহ চলছে
তাই ফরিদগঞ্জ এর লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আঙ্গিনায়
ফলের গাছ ও ঔষধী গাছ রোপন করেন অত্র স্কুলের সভাপতি জনাব, মোঃ ফারুকুল ইসলাম বেপারী ও
রবিতা রানী দাস, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সহসভাপতি জনাব, মোঃ মোহসিন বেপারী, সম্মানিত সদস্য, জনাব, আলহাজ আবিদ মিয়া তপদার, সহকারী শিক্ষক জনাব, মোঃ নূর হোসেন পাটওয়ারি এবং স্কুলের ছাত্রবৃন্দ।
তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ফসলেও পড়ছে বৃষ্টিহীন রুক্ষতার প্রভাব তখই তারা এই উদ্ধ্যেগ নেয়।
অথচ যেইখানে আমারা তো গাছ লাগাই না বরং আমরা গাছ কেটে ফেলছি৷ যেমন সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় সারাদেশে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল৷ সেগুলোও আমরা ধরে রাখতে পারছি না৷ সেগুলো ৭ থেকে ১২ বছরের মাথায় কেটে বিক্রি করে ফেলা হয়৷ যারা সামাজিক বনায়নের গাছ লাগায়, তাদের যদি সরকার অর্থ দিয়ে ওই গাছগুলো কিনে নেয়, তাহলে গাছগুলো থেকে যাবে৷ সামাজিক বনগুলো আর নষ্ট হবে না৷ এই প্রক্রিয়ায় আমাদের সামাজিক বনায়ন বাড়াতে হবে৷