শাহরিয়া সিমান্ত ;ঝালকাঠিঃ
ঝালকাঠিতে তীব্র দাবদাহে সৃষ্টি সংকটে জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা এর উদ্যোগে রিকসা চালক, অটো চালক, শ্রমজীবী ও পথচারীদের মাঝে খাবার পানি, স্যালাইন, শরবত ও ক্যাপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা উদ্যোগে ঝালকাঠি ফায়ার মোড়, ডিসি অফিস সামনে ও সাধনা মোড়সহ শহরে বিভিন্ন স্থানে কর্মসূতি পালন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা আহবায়ক মোঃ ছবির হোসেন নেতৃত্বে কর্মসূচিতে ঝালকাঠি শ্রমিক লীগ জেলা শাখার সদস্য সচিব মোঃ সুমন তালুকদার, ঝালকাঠি রিকসা সমিতি সভাপতি বাহালুর মাঝীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা আহবায়ক মোঃ ছবির হোসেন রিকসা চালক, অটো চালকসহ ও শ্রমজীবি মানুষের হাতে খাবার পানি, স্যালাইন, শরবত ও ক্যাপসহ তুলে দেন।
জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখা আহবায়ক মোঃ ছবির হোসেন বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে প্রয়োজন ছারা কাউ যেন ঘর থেকে বের না হয়। প্রচুর পরিমানে পানি পান করতে হবে। স্বাস্থ্য বার্তা মেনে চলতে হবে।