today visitors: 5073432

ডোমারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আব্দুর রশিদ,ডোমার (নীলফামারী):

নীলফামারী ডোমারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই মে এ উপলক্ষে উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ মে) সকাল সাড়ে ১০ টায় ডোমার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাংগীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর,পিপিএম,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ,ডোমার উপজেলা নির্বাহী অফিসার, নাজমুল আলম,বিপিএএ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপিসহ ভোটগ্রহণকারী কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার)ও সংশ্লিষ্ট সকল সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, আগামী ৮ই মে (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।