দিনাজপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ফুলবাড়ী উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। তবে এবারও উপজেলার চেয়ারম্যান হিসেবে মো. আতাউর রহমান মিলটনকে দেখতে চায় উপজেলাবাসী।
জানা যায়, ২০১৯ সালের সোমবার ১৮ মার্চ নির্বাচনের ফলাফলের পর থেকে ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আতাউর রহমান মিলটন তিনি ফুলবাড়ী সরকারি কলেজের ১৯৯৩ সালে সাবেক কলেজ জিএস নির্বাচিত হন, ১৯৯৫ ও ১৯৯৯ সাল পর্যন্ত ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বর্তমান ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকাকালীন ফুলবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক কাজ করছেন। তার কাছে সব দলের লোক সমান। ধর্মীয় বিষয়ে সকল ধর্মের মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব দুর্নীতিমুক্ত করা সহ সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।
ফুলবাড়ী উপজেলা বাসিন্দা আব্দুল কুদ্দুস,আল আমিনসহ বেশ কয়েকজন বলেন, এর আগের অনেকে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিলটনের মতো কাউকে দেখি নাই। তিনি মানুষের সাথে মিশে থাকেন। তিনি সাদা মনের মানুষ তাই ফুলবাড়ী উপজেলাবাসী আবারও তাকেই চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই।
আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে মো. আতাউর রহমান মিলটন বলেন, আমি দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। সবকিছু ঠিক থাকলে আর ভোটাররা চাইলে জনসাধারণের ভালোবাসায় আমি এবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।