today visitors: 5073432

কৃষিতে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে হবেঃ তোহিদুর রহমান 

রহিদুল ইসলাম, রাজশাহীঃ

কৃষিতে বাংলাদেশকে সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে হবে। কৃষকের উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে বানিজ্যিক ভাবে রপ্তানী করতে। দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটাতে হবে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজশাহীর দূর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কিসমত গনকৈড় দক্ষিণ পাড়া কৃষক মাঠ স্কুলের ১৪ সপ্তাহ প্রশিক্ষণ শেষে মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোহিদুর রহমান এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে গনকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তোহিদুর রহমান আরও বলেন, আমরা কিসমত গনকৈড় এলাকায় ২৫ জন কৃষক কৃষাণীকে আইপিএম স্কুলের মাধ্যমে মৌসুম রবি/২৩-২৪ এর লাউ চাষের উপরে প্রশিক্ষণ দিয়েছি। আপনারা এই প্রশিক্ষণকে কাজে লাগান। দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অফিস কৃষকের পাশে রয়েছে। আমরা আপনাদের সেবায় বদ্ধ পরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার ও প্রশিক্ষক জায়দুর রহামন, মকলেছুর রহমান, নাজমুল হোসেন, সাবেক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমির আলী।এছাড়াও অনুষ্ঠানে ১৪ সপ্তাহের প্রশিক্ষণের অভিজ্ঞতা অর্জন তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক ও উক্ত ক্লাবের সভাপতি রহিদুল ইসলাম ও সহ সম্প্রাদক রোকসানা পারভীন ববি।অনুষ্ঠান শেষে ১৪ সপ্তাহের প্রশিক্ষণের জন্য সরকার কর্তৃক কৃষক সার্টিফিকেট প্রদান ও ২৫ জন কৃষক কৃষাণীকে ২৮০০ টাকা করে প্রশিক্ষণ সম্মানী দেয়া হয়েছে।

এছাড়াও কৃষক রহিদুল ইসলাম, রোকসানা পারভীন ও হামিদাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুরের পক্ষ্য হতে পুরুস্কৃত করা হয়েছে।