নাজিরপুর,( পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে হইব্রীড হীরা ধানের মেঘা মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।
২৯ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর এলাকায় কৃষক মোঃ জামাল মৃধার জমিতে সুপ্রিম সীড কোম্পানির বাজারজাতকৃত হীরা -২ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মোঃ আলতাফ হোসেন মৃধার সভাপতিত্বে ও কৃষিবিদ মোঃ মোরশেদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরবন-জাজিরা জোনের জোনাল ম্যানেজার মোঃ মশিউর রহমান , এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেসার্স জামিল এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারি মোঃ জামিল আহম্মেদ, কোম্পানির পরিচিতি ও জাত ভিত্তিক আলোচনায় বক্তব্য রাখেন ডেপুটি রিজনাল ম্যানেজার ( চিতলমারী টেরিটরি) মোঃ মনিরুজ্জামান,
এসবময় বক্তারা বলেন এই হীরা ধানের জাতের বৈশিষ্ট্য গুলো হলো বোর মৌসুমে আবাদকৃত মাজারী মোটা ধান। হীরা -৯ ধান চারা বপন থেকে জমি কাটা পর্যন্ত ১৫০ দিন সময় লাগে। লম্বা শীষ শীষের দের্ঘ্য প্রায় ১১ ইঞ্চি। বি এল বি প্রতিরোধী, কার্যকরী কুশির সংখ্যা বেশী। ফলন প্রতি শতকে ১ মন। অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম।
এছাড়া স্বগত বক্তব্য রাখেন পিরোজপুরের টেরিটরি ম্যানেজার মোঃ কাওসার আলী, বক্তব্যে তিনি বলেন হীরা ধান ঝড়ে না, চাষী ভাইয়েরা ঠকে না, হীরা ধানে ফলন বেশি,চাষী আগাম কেটে মহা খুশি স্লোগান নিয়ে চাষীদের এ ধান চাষ করার জন্য উদ্ভুদ্দ করেন এবং কোম্পানির উত্তরত্তার সাফল্য কামনা করেন।