নীলফামারী জেলা প্রতিনিধি:
আজ ২০ই মার্চ নীলফামারী শহরের সৈয়দপুর রোড জোড়দারগা মসজিদ সংলগ্ন। আনুমানিক সকাল ৮:৪০ মিনিট এ একটি ট্রাক সিএনজির পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সিএনজিতে থাকা তিন জন ও ড্রাইভার চালকসহ চার জন অবস্থান করছিলেন।
নিহতরা হলেন, জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
সৈয়দপুর শহর থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিটি নীলফামারীর দিকে আসছিলেন। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। এ ছাড়াও ঘটনায় আহত আরও তিনজন। আহত তিন জনকে ফায়ার সার্ভিসের সদস্যরা নীলফামারী হাসপাতালে পাঠান।