today visitors: 5073432

খরচের তিনগুণ দামে তরমুজ বিক্রি

 

চট্টগ্রাম ব্যুরো

 

রমজান মাসে তরমুজের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের পাইকারি আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার আড়তে এই অভিযান চালানো হয়। এ সময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর উপস্থিত ছিলেন।

 

ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Advertisement

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তরমুজের পাইকারি আড়তগুলোতে ক্রয়-বিক্রয় রশিদ, মূল্য তালিকা ও রেজিস্টার খতিয়ে দেখা হয়। উপস্থিত কৃষক এবং আড়ত মালিকের দেওয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয়, গড়েপ্রতি ১০০ তরমুজের উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি। সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা হলেও সেগুলো আড়তে ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ৩৩০ টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

 

চট্টগ্রাম