today visitors: 5073432

হবিগঞ্জে যমুনা গ্রুপ ও জিএলডিপির উদ্যোগে ইফতার মাহফিল

 

 

হবিগঞ্জ প্রতিনিধি

১৬ মার্চ ২০২৪, ১২:১১ এএম | অনলাইন সংস্করণ

হবিগঞ্জে যমুনা গ্রুপ ও জিএলডিপির উদ্যোগে ইফতার মাহফিল

হবিগঞ্জে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ও জিএলডিপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার রিচি ঈদগাহে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

 

স্থানীয় মুরুব্বী হাসান আলীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লি. এর হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম, রিচি পঞ্চায়েত সেক্রেটারি মো. আব্দুর রহমান। বিশেষ মেহমান ছিলেন এইচসিএম বিজনেস অপারেশন পরিচালক মো. আফসার উদ্দিন, ডিরেক্টর মার্কেটিং মো. সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস এন্ড মার্কেটিং মো. মাকসুদুর রহমান, জিএম সেলস একেএম কামরুজ্জামান নিলু।

 

ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বলেন, যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। যুগ যুগ ধরে বৈদেশিক অর্থ প্রবাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যমুনা গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের শিল্পায়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার হাত ধরে এদেশে বহু শিল্প প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। হবিগঞ্জেও তিনি বিশাল শিল্পপার্ক গড়ে তুলেছেন। এখানে জেলার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতেও আরও অনেকের কর্মসংস্থান হবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

 

তারা বলেন, যমুনা গ্রুপ কখনো তাদের পণ্যের গুণগত মানের বিষয়ে কোনো আপোষ করে না।

হবিগঞ্জ সদর