today visitors: 5073432

চাপ সৃষ্টি করে সম্পাদক পদে ফল ঘোষণা করতে বাধ্য করা হয়: নির্বাচন কমিটির আহ্বায়ক

 


চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই সম্পাদক পদের ফল ঘোষণা করতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন সুপ্রিমকোর্ট বার নির্বাচনের (২০২৪-২৫) নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি।

 

আবুল খায়েরের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সম্পাদক পদে ফলাফল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার নামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার আগেই দুঃখজনকভাবে বহিরাগত মাস্তান শ্রেণি দিয়ে আমার ওপর চাপ সৃষ্টি করে লিখিত দিতে বাধ্য করা হয়।’

 

আরও পড়ুন: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু

 

এটি অর্থহীন ঘোষণা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এটি এড়িয়ে চলার অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।’

 

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বেশ কয়েক জন আইনজীবী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয়। তখন থেকেই স্বতন্ত্র প্যানেল থেকে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপির প্যানেলের প্রার্থীরা রাতেই ভোট গণনার পক্ষে সোচ্চার হন। তারা নির্বাচন কমিশনকে ভোট গণনা করে ফল ঘোষণা করতে বলেন। তবে আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক শুক্রবার বেলা ৩টায় ‘দিনের আলোতে’ ভোট গণনা চান। এসব নিয়েই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

 

আরও পড়ুন: আইনজীবী যুথীর বাসায় অভিযান, গ্রেফতার ৪

 

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি) ও সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এই নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী আছেন।

 

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে লড়ছেন।

 

আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। এর বাইরেও যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন। এবারের ভোটার সাত হাজার ৮৮৩ জন