মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি কাজী মো. মুনজুর হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখা, ও দৈনিক প্রথম সুর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মুক্তাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন। বিশেষ অতিথি কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব কালীগঞ্জ সংবাদদাতা মো. মোখলেছুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা কালীগঞ্জ প্রতিনিধি মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি মো. আল-আমিন দেওয়ান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিক, এশিয়ান টেলিভিশন কালীগঞ্জ প্রতিনিধি মো. মুজিবুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. আশরাফুল হক শিশির, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সামসুল হক জুয়েল, দৈনিক নতুন ভোর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. লোকমান হোসেন পনির প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে দৈনিক পূর্বাভাস পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল মতিন খাঁন, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. সোহরাব আলী সরকার, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. শাহ্ নেওয়াজ, দৈনিক আলোর সময় কালীগঞ্জ প্রতিনিধি মো. এনামুল হাসান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. পারভেজ মিয়া, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা কালীগঞ্জ প্রতিনিধি মো. পনির খন্দকার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. সোলায়মান ফকির উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকাটি গণমানুষের বুকে জায়গা করে নিয়েছে। আমরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে পূর্বের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। পরে উপস্থিত অতিথিদের নিয়ে দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।